অনলাইন নিউজ পোর্টাল দ্রুত সংবাদ সেবা দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছে
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁওর অনলাইন নিউজ পোর্টাল ‘ঈদগাঁও নিউজ ডটকমে’র উদ্যোগে “অনলাইন সাংবাদিকতা ও এলাকার সার্বিক উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
৫ই এপ্রিল বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদগাঁও নিউজ ডটকম প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত ও তাৎক্ষণিক সংবাদ সেবা দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী এ মাধ্যম দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। সংবাদ মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও গণমানুষের সুখ- দুঃখের কাহিনী ফলাও করে প্রচার করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, পবিত্র রমজান হচ্ছে আত্ম শুদ্ধির মাস। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়। এ মাস বদরের বিজয়ের মাস ও মহিমান্বিত রজনী কদরের মাস। তাই পবিত্র এ মাসে সকল কে ইসলামী অনুশাসন মেনে চলার দৃঢ় শপথ নিতে হবে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁও আধুনিক হাসপাতাল চেয়ারম্যান ছলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম, ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আহমদ করিম সিকদার, ঈদগাঁও উপজেলা বিএনপি’র উপদেষ্টা জানে আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও কক্সবাজার জেলা প্রশাসনের স্টাফ সৈয়দ করিম।
উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালে শিশু বিভাগের সহকারি রেজিস্টার ডাক্তার আব্দুর রহিম আমানি, প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ আমিন, ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক,নিবন্ধন প্রাপ্ত সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম.আবু হেনা সাগর, সংবাদকর্মী এম, সরওয়ার শিফা, নাসির উদ্দিন পিন্টু, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব নেতা মনছুর আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সদস্য মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিক- সুজনের নির্বাহী সদস্য রাশেদুল আমির চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈদগাঁও উপজেলা শাখার নেতা আবদুস সালাম, সাবেক ছাত্রনেতা তৈয়ব উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সরওয়ার কামালসহ নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার এইচ, এন আলম।