ঈদগাঁওর বিভিন্ন মসজিদে জুমাতুল বিদায় মুসল্লীদের ঢল
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নানা মসজিদে পবিত্র মাহে রমজানের শেষের জুমার নামাজে মুসল্লির ঢল নেমেছে। নামাজের আগে থেকে লোকজন মসজিদে আসতে শুরু করেন।
নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে বাহির পর্যন্ত বিস্তৃত হয়। জুমায় খতিবগণ বিভিন্ন বিষয় বিষদ বর্ণনা করেন। নামাজ শেষে দেশ জাতি, মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি অনেকে তাদের হারানো পিতা মাতাসহ নিকট আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত এবং কবর জেয়ারত করেন।
ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়ন জালালাবাদ,পোকখালী,ইসলামপুর,ইসলামাবাদ ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা মসজিদ গুলোতে তরুন,যুবক,মুরব্বি মুসল্লীর উপচেপড়া ভীড় যেন চোখে পড়ে।
ঈদগাঁও কেজি স্কুল জামে মসজিদের খতিব ও যুব ঐক্য পরিবারের সদস্য মাওলানা এনামুল হক ইসলামবাদী জানান, জুমাতুল বিদায়ের নামাজের আগে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় ও শ্রেষ্ঠ দিন,পরস্পরের প্রতি সহনশীল, দরিদ্র মিস কিনের প্রতি সহযোগিতা বিষয়ক আলোচনা ও করা হয়।
এছাড়াও পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা হিসেবে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন মসজিদে মুসল্লী দের ভিড় পরিলক্ষিত হয়। মুসলমানরা এগারো মাসের পর রমযান মাস পায়। সিয়াম সাধনার মাধ্যমে শেষ জুমা মুসল্লিরা আদায় করেছেন।