ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। কয়েকজন প্রার্থী ছাড়া বাকী প্রার্থীগণ তাদের প্রার্থিতা বৈধতা পেয়েছে।
১ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে দশটার দিকে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলে। ঈদগাঁও,জালালাবাদ,পোকখালী ইউনিয়নে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার এবং তিন ইউনিয়নের রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।
ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বাছাই কার্যক্রমে দায়িত্ব পালন করেন ইউনিয়নদ্বয়ের রিটার্নিং অফিসার এসএম মহীউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা,ঈদগাঁও থানার প্রতিনিধি, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।
ঐদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৫টি ইউপির চেয়ারম্যান,সাধারণ সদস্য (পুরুষ) ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। একে অপর প্রার্থীদের মাঝে সুন্দর আচরণ ও কোলাকুলির দৃশ্য চোখে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে প্রার্থীরা বাছাইপর্বে তাদের প্রার্থিতায় বৈধতা লাভ করায় মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়াসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত