ঢাকা টু যশোর প্রথম দিনে পরীক্ষা মূলক চলচল
স্বপ্নের পদ্মা সেতুর রেলপথ এবার আরো এক ধাপ এগিয়ে চলল ভাঙ্গা-রূপদিয়া যশোরে ছুটল পরীক্ষামূলক মালবাহী দ্রুতগতির ট্রায়াল ট্রেন। ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রুপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন।
শনিবার (৩০ মার্চ) সকাল ৮.৫৫ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।
ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।
এ বিষয়ে জংশন কর্তৃপক্ষ জানান, পদ্মা সেতুর এই রেল প্রকল্প ট্রেন চলাচলে উপযোগী কিনা সে বিষয়ে দেখার জন্যই এই প্রথম পরীক্ষামূলক ট্রায়াল করা হচ্ছে। আজ উচ্চ গতিসম্পন্ন পরীক্ষামূলক দুইটি ট্রায়াল ট্রেন চলবে। তার মধ্যে সকালে মালবাহী ট্রায়াল ট্রেন ছেড়ে যায় ৮:৫৫ তে দ্বিতীয়টি দুপুর ১২টার দিকে যশোরের রুপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।
এই দুটি পরীক্ষামূলক ট্রায়াল বিভিন্ন গতিতে চালানো হবে বলে তিনি জানান। কোথাও ৮০, ১''শ, ১১০ও ১২০ কিলোমিটার গতিতে চালিয়ে পরীক্ষা করবেন। যশোর পৌঁছাতে আনুমানিক সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা ঘণ্টা। এসব ট্রেন ট্রায়াল করে আবার ফিরে আসবে ভাঙ্গায় অর্থাৎ আপ ডাউন করবেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত