26 মার্চ বনাম আমাদের স্বাধীনতা অথই নূরুল আমিন
ভারতবর্ষে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল এবং তার পরবর্তী। অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ যুগ পূর্বেও আমরা পরাধীন ছিলাম। সারা পৃথিবী তো দূরে থাক বাঙালি জাতি হিসাবে ভারতবর্ষেও আমরা ছিলাম চির অবহেলিত।
কিন্তু তখন থেকেই বাঙালি অসংখ্য বুদ্ধিজীবী। অসংখ্য রাজনীতিবিদ। অসংখ্য নাম করা এবং বাঘা বাঘা বাঙালি জোয়ানের জন্ম হয়। তারা সবাই বাঙালি জাতির অস্তিত্ব মজবুত করার পক্ষে লড়াই করে গেছেন। আজকে সেই সকল বীর বাঙালির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা এবং পরবর্তীকালে পাকিস্তানি শাসকেরা বাঙালি জাতির স্বীকৃতি না দেয়ার প্রতিজ্ঞা করে এবং বাঙালি জাতিকে নিধন করার উদ্দেশ্যে নিরীহ বাঙালির উপরে তারা কোনো কারম ছাড়াই হত্যা করতে থাকে। বাঙালি নারীদের ইজ্জত হরণ খেলায় মেতে উঠে। সেই দিন পাকিস্তানি শাসক গুষ্ঠি অসভ্যতার পরিচয় দিয়েছে। যাযাবরের পরিচয় দিয়েছে।
অবশেষে সেই পাকিস্তানি শাসক গুষ্ঠি। বাঙালি জাতির অপ্রতিরোধ্য শক্ত প্রতিরোধের কাছে পরাজয় বরণ করে। ঐ সময় আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রও প্রকাশ্যে পাকিস্তানি যাযাবর দের পক্ষে ছিলো। যা খুবই দুঃখজনক।
আজকে আমরা স্বাধীন একটি রাষ্ট্রের নাগরিক। আজকে বিশ্ব জুড়ে আমাদের পরিচয়। আমরা বাঙালি। আমরা বাংলাদেশি। আজকে শ্রদ্ধা ভরে স্বরণ করি। যারা এই স্বাধীনতা ছিনিয়ে আনতে মৃত্যু বরণ করেছে। যে সকল মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। আজকে শ্রদ্ধা জানাই দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের। এবং লক্ষ লক্ষ সালাম জানাই বাঙালি জাতির স্বাধীনতার অমর মহা নায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
25/03/2024
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত