নাটোরের লালপুরে র্যাবের পৃথক অভিযানে ১২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২.৫ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
বর্তমান সময়ে মাদকের করাল থাবা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাদকের মধ্যে অন্যতম হলো গাঁজা। মাদক ব্যবসায়ীরা গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্নস্থনে বিক্রয় করে আসছে। র্যাবের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশ হতে মাদক নির্মূল করা। এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ২২ মার্চ ২০২৪ তারিখ ০০.১০ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর জেলার লালপুর থানাধীন বাহাদিপুর গ্রামস্থ শাহ্ আউলিয়া হযরত পথিক তারিফ আলী শাহ (রাঃ) এর মাজার এলাকায় পরিচালনা করে (ক) শুকনো গাঁজা- ২.৫ কেজি, (খ) মোবাইল- ০৫ টি, (গ) সীমকার্ড-০৭টি, (ঘ) নগদ-৬৫০/-টাকা, (ঙ) কলকী-১২টি সহ আসামী ১। মোঃ ছাত্তার প্রামানিক (৫৬), পিতা-মৃত ছিয়াদ আলী প্রামানিক, সাং-নান্দরায়পুর, থানা-লালপুর, জেলা-নাটোর, ২। মোঃ নুর ইসলাম (২৫), পিতা-মোঃ আকবর, সাং-সুলতানপুর টোকের বাজার, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর, ৩। মোঃ জসিম সরকার (২৫), পিতা-মোঃ শহিদুল সরকার, সাং-পূর্নবাসন, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ সোহেল (৪০), পিতা-মৃত নুরুল হক, সাং-জাদেবপুর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, ৫। মোঃ বকুল মিয়া (৩৮), পিতা-মৃত খালেক মিয়া, সাং-চিত্রসাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। মোঃ আনিছ (৪৫), পিতা-আব্দুল ছাত্তার উকিল, সাং-খালপাড়া, থানা-গৌড়িপুর, জেলা-ময়মনসিংহ,৭। মোঃ জব্বার জ্বালালী (৫৮), পিতা-লাবু মন্ডল, সাং-চককেষ্টপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ৮। মোঃ মাসুদ (৪৫), পিতা-মৃত রমজান আলী, সাং-দিঘারপাড়, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, ৯। মোঃ কামাল হোসেন (৪৫), পিতা-মোঃ ফালান হোসেন, সাং-কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নায়ায়নগঞ্জ, ১০। মোঃ লোকমান (৪৭), পিতা-মৃত রুস্তম আলী, সাং-সাহাপুর, থানা ও জেলা-জামালগঞ্জ, ১১। মোঃ নাজমুল হক (৫০), পিতা-মোঃ সোহরাব আলী, সাং-নয়াপাড়া, নুরুন্দী, থানা ও জেলা-জামালপুর, ১২। মোঃ বকুল হোসেন (৩৫), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-নিংগুইন, থানা- সিংড়া , জেলা-নাটোরগণকে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা রুজুর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত