ছেলের দেওয়া আগুনে পুড়লো পিতার বসতবাড়ি
ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছেলের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে পিতার বসতবাড়ীটি। নিজেদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর ছেলে লাঠি হাতে নিয়ে পাহারা দিয়েছেন,যাতে প্রতিবেশীরা আগুন নিভাতে এগিয়ে আসতে না পারে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পোকখালী ইউনিয়ন নাইক্ষ্যংদিয়া গ্রামে। এতেই পুড়ে ভস্মীভূত হয় পিতা জামাল উদ্দীনের বাড়ীটি। অবশ্য শেষ মূহুর্তে পাড়া প্রতি বেশীদের ধাওয়া খেয়ে পালালো ওসমান। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই।
ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, গৃহকর্তার বড় ছেলে ওসমান গণি একটি অটোরিকশার গ্যারেজে চাকরীর সুবাদে কক্সবাজার শহরে থাকে। তার স্ত্রীর সাথে পিতা-মাতার মনোমালিন্য হওয়ায় স্ত্রী কিছুদিন বাপের বাড়ীতে ছিল। ২১শে মার্চ দুপুরে ওসমানের স্ত্রী বাপের বাড়ী থেকে শশুর বাড়ীতে এলে শশুর তাকে বাড়ীতে ঢুকতে দেয়নি। তখন স্ত্রী ওসমানকে ফোন করলে সে বাড়ীতে এসে পিতার সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয় ও একপর্যায়ে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়।
ইউপি মেম্বার আরো বলেন, ওসমান বাড়ীতে আগুন লাগিয়ে দেয়ার পর লাঠি হাতে নিয়ে পাহারা দেয়, যাতে আগুন নিভাতে কেউ এগিয়ে আসতে না পারে। এতে কাঠ ও টিন নির্মিত বাড়ীটি অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। পরে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এলে ওসমান পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।
এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত