১৫ বছরের নাবালিকা শ্রাবনী কে অপহরণ;০৩ দিন পর নওগাঁ থেকে উদ্ধার করেছে র্যাব; অপহরণকারী নাহিদ শিকারী গ্রেপ্তার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২০ মার্চ ২০২৪ ইং তারিখ ০৪০০ ঘটিকায় অপহরণকারী মোঃ নাহিদ শিকারী (১৯), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-ছুটিপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ শ্রাবনী আক্তার (১৫), পিতা-মোঃ ফারুক, সাং-চন্ডিপুর, থানা-সদর, জেলা-নওগাঁ সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে গত ১৭-৩-২০২৪ ইং ০৯০০ ঘটিকায় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় বাইপাস রোডে উপস্থিত হলে নাহিদ শ্রাবনী কে অপহরণ করে নিয়ে যায়।
ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর মোছাঃ শ্রাবনী আক্তার (১৫) কে খুজে না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন। জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী নাহিদ কে গ্রেফতার এবং ভিকটিম শ্রাবনী কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০-৩-২০২৪ ইং তারিখ নওগাঁ জেলার মান্দা থানাধীন কালিকাপুর এলাকা হতে অপহরণকারী নাহিদ কে আটক এবং ভিকটিম শ্রাবনী কে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত