র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে ধ*র্ষণ মামলার প্রধান আসামী কাউছার(২৩) কে ঢাকা হইতে গ্রেফতার।
ভিকটিম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষে পড়াশুনা করে আসছিল। কলেজে আসা যাওয়ার পথে বিবাদী মোঃ কাউছার উদ্দিন(২৩) এর সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বিবাদী কাউছার গত ০২/০১/২০২৪খ্রি. বেলা ১২:০০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মোন্নাপাড়া সাকিনস্থ নিহাল পার্কে ভিকটিমকে ঘুরতে নিয়ে যায়। কিছুক্ষণ ঘোরাফেরা করে একই তারিখ বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় পার্কের ভিতর একটি পরিত্যাক্ত অন্ধকার ঘরে বিবাদী মোঃ কাউছার উদ্দিন(২৩) ভিকটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধ*র্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম নীজে বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় ০১টি ধ*র্ষণ মামলা দায়ের করে। যা কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-৫/৫, তারিখ-১০/০১/২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৯(১)। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা হওয়ার পর এজাহারনামীয় প্রধান আসামী আটক থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় পলাতক থাকা উক্ত মামলার প্রধান আসামীর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১০ এর যৌথ অভিযানে র্যাবের একটি আভিযানিক দল গত ১৮/০৩/২০২৪খ্রি. তারিখ ১৫.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ কাউছার উদ্দিন(২৩), পিতা-মৃত আঃ কাদির, সাং-হাত্রাপাড়া(হাতড়াপাড়া গোয়ালবাড়ী), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে আটক করে। ধর্ষণের মত জঘন্য ঘটনার বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।