আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৪ অঞ্চল রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়
রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। বুধবার ২০ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত