ঢাকা জেলার কদমতলী এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুর রহমান সানী’কে গ্রেফতার করেছে র্যাব-২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুর রহমান সানী (২৬), পিতা- মোহাম্মদ আলী, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গতকাল ১১ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২১.৪০ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
এজাহার সূত্রে জানা যায়, মোঃ সাইদুর রহমান সানী বিগত ১৮/১০/২০১৬ ইং সালে ৫০০ (পাঁচশত) পিস নেশা জাতীয় ইনজেকশন (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হ) মদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার, বংশাল থানার মামলা নং-১৭(১০)১৬, তারিখ ১৮/১০/২০১৬ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ২(খ) প্রসেস নং- ৩২৩২/২৪ ধারায় একটি মামলা রুজু হয়।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি ০৪ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে আসামি মোঃ সাইদুর রহমান সানী পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ বিশেষ দায়রা আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামি মোঃ সাইদুর রহমান সানী’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে পাঁচ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে বংশাল থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল ১১ মার্চ ২০২৪ ইং তারিখ রাত ২১.৪০ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে।
জানা যায়, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো।
প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত