ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় জেলা প্রশাসন, সিভিল সার্জন এর কার্যালয় এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ ০৪ টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার সিলগালাসহ ০২ টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত
[caption id="attachment_23337" align="alignnone" width="300"] অবৈধ হাসপাতাল, ক্লিনিক ডায়াগনষ্টিক সেন্টার সিলগালাসহ জরিমানা আদায়[/caption]
বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অনন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের উক্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব-১৪, সিপিএসসি কোম্পানীর আওতাভুক্ত এলাকায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
ক। ইং ১২ মার্চ ২০২৪খ্রি. তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকার কারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০,০০০/- টাকা করে সর্বমোট ১,০০০০০/- (এক) লক্ষ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
খ। একই তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিক এর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় উক্ত হাসপাতালগুলোকে সিলগালা করা হয়।
এ ধরণের অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত