প্রতারণা ও চুরি মামলার তিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে র্যাব-১০ এর অভিযানে প্রতারণা, চুরি ও চেক প্রতারণার পৃথক তিন মামলার তিন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ মার্চ) ঢাকার গেন্ডারিয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে তাঁদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার উত্তর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ মৃধা ছেলে ওমর ফারুক মৃধা (৫৮), পটুয়াখালী জেলার সদর থানাধীন পুকুরজানা এলাকার মোঃ আনসার সরদারের ছেলে রিপন সরদার (২৯) এবং পটুয়াখালী জেলার সদর থানাধীন দক্ষিণ চান্দুখালী এলাকার আইউব আলী খানের ছেলে নাসির খাঁন (৪৫)।
জানা যায়, গ্রেফতারকৃত ওমর ফারুক (৫৮) বিশেষ মামলা-০২/২০২১, ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং-২৯(১২)২০১৪, ধারা-দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ৫১১/ ১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২); প্রতারণা মামলা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
রিপন সরদার (২৯) মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা নং-৪(৬)১৮, টিআর নং-৩১০/১৮, জিআর নং-১১০/১৮, প্রসেস নং-৪৩০/২০, তারিখ-১৯/০৩/২০২১ খ্রিঃ; ধারা-দন্ডবিধি আইন ১৮৬০ এর ৩৮০; চুরির মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
এছাড়াও নাসির খাঁন (৪৫) যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, পটুয়াখালী এর সেসন মামলা নং-১৮৮/২০২৩, সিআর নং-১১০৮/২০২২, ধারা-এনআই অ্যাক্টের ১৩৮; চেক প্রতারণা মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২,০০,৩৪০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী।