ঈদগাঁও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যানজট নিরসনে প্রশাসনের সাথে মতবিনিময়
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যানজট নিরসন কল্পেই উপজেলা প্রশাসনের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ ( বুধবার) রাতে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আয়োজনে সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,ঈদগাঁও ট্রাফিক জোন টি,আই প্রিয়দর্শী চাকমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশ উপ-পরিদর্শক জুয়েল সরকার ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা।
অন্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা নুরুল আজিম, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান তারেক ও সদস্য রফিকুল ইসলাম রফিক।
সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী এবং পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় বাজারের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসনসহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন সওদাগর, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী, কামরুল এহেসান বাবু। এতে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন, অর্থ সম্পাদক ব্যবসায়ী নুরুল আমিন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, সদস্য জসিম উদ্দিন আহমেদ, আব্দুল মোনাফ সওদাগর, নুরুল আবছার, শওকত আলম, জাহেদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এতে বাজারের নিত্য দুঃসহ যানজট পরিস্থিতি নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার সমাধান, নির্ধারিত সময়ে পন্যবাহী যানবাহনের মালামাল আনলোড করণ, বাজারের প্রবেশ মুখসমূহে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করণের উপর জোর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত সময়ের বাহিরে পণ্যবাহী কোন যানবাহন বাজারে প্রবেশ করতে পারবে না। কেউ এর অন্যথা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাজারের সাধারণ সম্পাদক তার মতামত উপস্থাপন কালে বলেন, বর্তমানে মাছ বাজারের ব্যবসা কার্যক্রম ভাড়া স্থানের উপর পরিচালিত হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও বাজার ইজারাদার সেখান থেকে টোল আদায় করছে।
তিনি বর্তমান মাছ বাজারটিকে ইজারা কার্যক্রমের বাইরে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বাজারের জন চলাচলের ফুটপাত দখল করে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় ব্যবসায়ীদের উপর ক্ষোভ ঝাড়েন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত