ঈদগাঁওতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু : খোঁজ নিলেন আবু তালেব
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্বে গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। নিহত পরিবারকে দেখতে গেলেন ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেবসহ অনেকে।
৬ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে। নিহত ছৈয়দ আলম দরগাহ পাড়ার দানু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বণ্যহাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলে মারা যায়। অপরাপর কাঠুরিয়ারা দুপুরে নিহত ছৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পরিবারে খবর দেয়। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়রা আরও জানায়, নিহত ছৈয়দ আলমের ৩ বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে।
একইদিন বিকেলে নিহত ছৈয়দ আলমকে দেখতে আসেন এবং পরিবারের খোঁজখবর নেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোহা; ইউসুফ কবির, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকে।