ইবি থানার হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জের দায়িত্বে নিষ্টার সাথে পালন করে আসছেন এস আই ইউসুফ আলী শাহীন।
যোগদানের পরেই এলাকার চিত্র পাল্টে গেছে,মাদকের উপর জিরো টলারেঞ্চ চালিয়ে যাচ্ছেন তিনি,কাক ডাকা ভোর থেকে তিনি মাদকের উপর উদ্ধার অভিযান কাজ শুরু করেন। মাদকের উপর প্রায় সব গুলো অভিযান সফল করে চলেছেন তিনি।
এক সপ্তাহে মাদকের উপর প্রায় ৪ টি অভিযান সফল করেছেন এস আই ইউসুফ আলী শাহীন।ইবি থানা এলাকায় অন্যান্ন ক্যাম্পের মধ্যে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প অন্যতম নজির করেছেন।
তারিই পরিপেক্ষিতে গতকাল রাতে হরিনারায়পুর ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কে বা কারা মাদকদ্রব্য ক্রয়,বিক্রয়ের উদ্দেশ্য হরিনারায়পুর সদরঘাট ব্রিজের পাশে অবস্থান করছে,
তাৎক্ষনিক হরিনারায়পুর পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ এস আই মোঃ ইউসুফ আলী শাহীন সঙ্গীয় অফিসার এ এস আই শরিফ আতিকুর রহমান, কং নাজমুল হোসেন,কং নাজারুল হোসেন হরিনারায়পুর পুলিশ ক্যাম্প,ইবি, সুদক্ষ কৌশলে সেখানে তারা অবস্থান নিয়ে মদন মোহন সরকার নামে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।এজাহার সুত্রে জানা যায় হরিনারায়পুর ইউনিয়য়ের হরিনারায়পুর গ্রামের অজিত কুমারের ছেলে তিনি।
এই দিকে এস আই ইউসুফ আলী শাহিন বলেন,আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান অভ্যয়ত রেখেছি,আমরা এক সময় জিরো টলারেঞ্চ ঘোষনা করবো।মাদকের বিরুদ্ধে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প যুদ্ধ ঘোষনা করেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত