বরিশাল জেলার বানারীপাড়া থানা এলাকায় চাঞ্চল্যকর ০৪ (চার) বছরের শিশুকে ধ*র্ষণের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মাহবুব (৩৫)’কে দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানাধীন মুন্সিরহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-০২ এবং র্যাব-১১।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বরিশাল জেলার বানারীপাড়া থানা এলাকায় চাঞ্চল্যকর ০৪ (চার) বছরের শিশুকে ধ*র্ষণের অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মাহবুব (৩৫), পিতা-মালেক বেপারী, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর গতকাল ০১/০৩/২০২৪ ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানাধীন মুন্সিরহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-০২ এবং র্যাব-১১।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বরিশাল জেলার বানারীপাড়ার উদয়কাঠী গ্রামে গ্রেফতারকৃত আসামি মোঃ মাহাবুব ৪ (চার) বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির উঠানে দোলনা থেকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে নিয়ে ধ*র্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের নানা বাদী হয়ে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি ধ*র্ষণ মামলা {বানারীপাড়া থানার মামলা নং- ৪৩৭/২০০৮, জিআর- ৬৪/০৮, তারিখঃ ১৪/০৭/২০০৮ ইং, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)} দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামি আত্মগোপনে ছিল।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি মোঃ মাহাবুব (৩৫) দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাহাবুব (৩৫)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ০১/০৩/২০২৪ ইং সময় ১৯.৩০ ঘটিকায় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানাধীন মুন্সিরহাট এলাকা থেকে আসামিকে গ্রেফতার করেছে। ভবিষ্যতে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত