চাঞ্চল্যকর ময়মনসিংহ গৌরীপুরে পূর্বপরিকল্পিতভাবে বৃদ্ধ কৃষক মুজিবুর রহমান’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি রাজিব আহমেদ (২৬)’কে রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-০২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
চাঞ্চল্যকর ময়মনসিংহ গৌরীপুরে পূর্বপরিকল্পিতভাবে বৃদ্ধ কৃষক মুজিবুর রহমান’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজিব আহমেদ (২৬), পিতা- হারুনুর রশীদ, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ’কে গতকাল ০২/০৩/২০২৪ ইং তারিখ ১৪.১০ ঘটিকায় রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ মুজিবুর রহমান ও তার প্রতিবেশী আসামিদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন গত ০৯/০২/২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ মুজিবুর রহমান ও তার দুই ছেলেকে নিয়ে সবজি ক্ষেত পরিচর্যার কাজ করে বাড়ী ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম ও তার ছেলেদ্বয়ের উপর পরিকল্পিত ভাবে হামলা করে। একপর্যায়ে ভিকটিম ও তার ছেলেদ্বয় মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমদের অবস্থার অবনতি দেখলে তাৎক্ষনিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এমতাবস্থায় গত ১৪/০২/২০২৪ ইং তারিখ ভিকটিম মোঃ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উক্ত ঘটনায় নিহত মোঃ মুজিবুর রহমান এর ছেলে বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় ১২ জন আসামির নাম উল্ল্যেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং- ১০, তারিখ- ১৪/০২/২০২৪ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৩/৩২৬/ ৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।
বর্ণিত মামলায় জড়িত আসামী গ্রেফতার সংক্রান্তে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০২/০৩/২০২৪ ইং তারিখ ১৪.১০ ঘটিকায় আসামিকে ঢাকার ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।