কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালি, টেকনাফের পুরাতন পল্লানপাড়া, উখিয়ার কোট বাজার এবং সদরের ঝিলংজা এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত/ওয়ারেন্টভুক্ত চারজন আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০২ মার্চ ২০২৪ তারিখ র্যাব-১৫, কক্সবাজার এর একাধিক আভিযানিক দল কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোঃ সুমন’কে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালি ইউনিয়নের হাজীয়ান এলাকা, খুরশিদা বেগম’কে টেকনাফের পুরাতন পল্লানপাড়া, মোঃ আব্দুস সালাম’কে উখিয়ার কোট বাজার এবং মোঃ সালাম’কে ঝিরঝিরি পাড়া ঝিলংজা এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিস্তারিত পরিচয় :
১) মোঃ সুমন (২৮), গুরা মিয়া, সাং-হাজীয়ান, ফাঁসিয়াখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার। তার বিরুদ্ধে কক্সবাজার চকরিয়া থানার মামলা নং ৩৮/২১, প্রসেস নং ৫৮৮/২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ১১/(গ) আইনে মামলা রয়েছে। সে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
২) খুরশিদা বেগম (৩৮), পিতা-মৃত ফকির আহাম্মদ, সাং-কে কে পাড়া, ফকিরের বাড়ী, টেকনাফ, কক্সবাজার। তার বিরুদ্ধে সিএমপি পাহাড়তলী থানার মামলা নং ০৬(০৩)১২, প্রসেস নং ২৯১/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯(০১) এর ০৯ (খ) মোতাবেক মামলা রয়েছে। সে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
৩) মোঃ আবদুস সালাম (৪১), পিতা-পেটান আলী, সাং-কোট বাজার, উখিয়া, কক্সবাজার। তার বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার মামলা নং ১০৯০/১৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(০১) এর ০৯ (খ) মোতাবেক মামলা রয়েছে।
মোঃ সালাম (২৬), পিতা-আবদুস সালাম, সাং-হাতিয়ারখোনা, টেকনাফ সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। তার বিরুদ্ধে কক্সবাজার টেকনাফ থানার মামলা নং ১০৫৭/১৯, প্রসেস নং ১৭৫৩৫/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।