ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদকদ্রব্য অতি সহজলভ্য হয়ে পড়েছে। হাত বাড়ালেই ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার মাদক কেনা-বেচার সব থেকে বড় স্পট হিসেবে পরিচিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসে শিক্ষার্থীদের হাতে মাদক পৌঁছে দেয় মাদক ব্যবসায়ীরা।
মাদক ব্যবসায়ীরা অধিকাংশ বিশ্ববিদ্যলেয়ে পার্শ্ববর্তী ওই শেখপাড়া এলাকার প্রভাবশালী মাদককারী। তারা ক্যাম্পাসসহ তার পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ধরে এসব তথ্য পাওয়া গেছে।
মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম শিপন মন্ডল পুটলা ইকবাল ও বিশিষ্ট মাদক সম্রাট বকুল হোসেন জোয়াদ্দার । শিপন মন্ডল শেখপাড়া গ্রামের বুদো মন্ডলের ছেলে। বড় মাদক ব্যবসায়ী হওয়ায় বড় শিপন নামে পরিচিত তিনি৷ তার হাত ধরেই গাঁজাসহ অধিকাংশ মাদক বিশ্ববিদ্যালয়ে সরবারাহ হয়ে থাকে। এমনকি ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে তার মাধ্যমে মাদক সরবারাহ হয়।
তথ্য মতে, তার নামে ঝিনাইদহের সদর থানায় একটি মাদক মামলা আর নং: জিআর নং: ৪১৭/২০, শৈলকুপা থানায় তিনটি মাদক মামলা যার নং জিআর নং ৩০৫/১২, জিআর নং ১০৭/৯,
জিআর নং: ৩৩/১৭ এবং জামলাপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে যার জিআর নং ২৬/১৪। এছাড়াও আইন পরিপন্থী একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেন, মাদকসেবী শিক্ষার্থীরা চাইলেই খুব সহজে মাদক পাই। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন শেখপাড়া বাজারের আশেপাশে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করেন। তাদের মধ্য অন্যতম বড় শিপন।
সূত্র আরোও বলেন, এছাড়াও শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে মাদক পৌঁছে দেয় মাদক ব্যবসায়ীরা।