র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ কর্তৃক সোনারগাঁওয়ে ধ*র্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া’কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল সোনারগাঁওয়ে ধ*র্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া (৫৫)’কে ২৪ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভট্টপুর গ্রামের মো: আমির হোসেনের বড় ছেলে মোঃ সুজন ফ্রান্স প্রবাসী। তার মেয়ে ভিকটিম নবম শ্রেণীর ছাত্রী।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফুলচান মিয়া ফ্রান্স প্রবাসী মোঃ সুজনের প্রতিবেশী হয় এবং পাশাপাশি বাসার স্থানীয় বাসিন্দা। সেই সুবাদে পারিবারিক প্রয়োজনে প্রায়ই ভিকটিম আসামী ফুলচাঁন মিয়ার বাসায় যাওয়া আসা করত। একপর্যায়ে বিভিন্ন সময় ও সুযোগে কৌশলে আসামী ফুলচাঁন মিয়া ভিকটিমের বুকে হাত দিত এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করিয়া ভিকটিমকে উত্যক্ত করত।
ফ্রান্স প্রবাসী মোঃ সুজনের ছোট ভাই রুবেল ফ্যান্স হতে দেশে ছুটিতে আসার সুবাদে প্রতিবেশীদের প্রত্যেকের ঘরে ঘরে চকলেট বিতরন করেন। ভিকটিম চকলেট নিয়ে গত ০৮/০১/২০২৪ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় আসামী ফুলচাঁন মিয়ার বাসায় রুমের ভিতর গেলে আসামী তার বাসায় কোন লোক না থাকায় সুযোগ নিয়ে তার রুমের দরজা জানালা লাগিয়ে ভিকটিমকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে কৌশলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ*র্ষণ করে।
উক্ত ঘটনার পর ভিকটিমের মান-সম্মানের কথা চিন্তা করে এই বিষয়ে পরিবারের কাউকে কিছু বলে নাই। তবে উক্ত ঘটনার পর ভিকটিম বেশির ভাগ সময়ই মন খারাপ করিয়া বাসায় চুপ চাপ বসে থাকত এবং কারো সাথে কথা বলত না।
উক্ত ঘটনার পর সময় সুযোগে ফুলচাঁন মিয়া একাদিকবার ভিকটিমের সাথে অ*বৈধ মেলামেশা করে। ভিকটিমের পরিবার বিষয়টি টের পেয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে তার নিকট হতে উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এরই প্রেক্ষিতে ভিকটিমের দাদা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধ*র্ষণ মামলা দায়ের করেন।
এই অপরাধের সাথে জড়িত আসামী মোঃ ফুলচাঁন মিয়া’কে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব- ১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া (৫৫), পিতা-মৃত সোনা মিয়া, সাং-ভট্টপুর (সোনারগাঁ পৌরসভা), থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানিক দল ২৮/০২/২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে বর্ণিত আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।