সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ভিকটিম উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় সিলেটের গোলাপগঞ্জ এর খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জামিয়া বেগম (১৩) এবং সামিরা বেগম (১৫) নামের দুই কিশোরী। তারা উভয়ই সিলেটের গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
উক্ত ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমদের উদ্ধারে র্যাব-৯, সিলেট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তীতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় এসএমপি-সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এবং পরিবারের নিকট হস্তান্তরের নিমিত্তে উদ্ধারকৃত দুই মাদ্রাসা ছাত্রীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত