ঈদগাঁওতে উদ্ভাস একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন
কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার অনন্য প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাস একাডেমী আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। ২৯ ফেব্রুয়ারী বিকেলে ঈদগাঁও বাস স্টেশনের এক ভবনে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরি বেশে শুভ উদ্বোধন হলো শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ঈদগাঁও উদ্ভাস একাডেমী। অরবিট মডেল স্কুলের সহকারী শিক্ষক এ এম তানিমের সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করেন – ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সামশুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম সিকদার। বক্তব্য রাখেন, দারুস সালাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা,একাডেমির পরিচালক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী রিয়াজুর রহমান। একাডেমীর পরিচালক কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহতাছিন মোরশেদ শরিফ এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর ও ব্যবসায়ী বেলাল আজম হেলালী সহ আরো অনেকে। কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত,জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটেছে। এমনি সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং ফিতা কেটে উদ্ভাস একাডেমীর কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।