যশোর বারান্দিপাড়ায় টগর হত্যার ঘটনায় প্রধান আসামী আয়ান গ্রেফতার, হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার।
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় : গত ১০ ফেব্রুয়ারী রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন বারান্দিপাড়া মেঠো পুকুরপাড়ায় এক অটোরিক্সা ড্রাইভার টগর (২২)কে স্থানীয় মাদক ব্যবসায়ী আয়ান ছুরিকাঘাত করে । রক্তাক্ত টগরকে উদ্ধার করে স্থানীয় লোকজন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টগর মৃত্যু বরণ করে। এই ঘটনায় নিহতের পিতা আবু তাহের মনি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। আসামী বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।
ডিবি’র একটি চৌকশ টিম গতকাল ইং ২৭/০২/২০২৪ তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় বকচর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার প্রধান আসামী আয়ানকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থলের পাশে একটি ড্রেণ থেকে হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী আয়ানকে কোতয়ালী থানায় সোপর্দ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন কুমার দাস জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
আসামীর তথ্যঃ
১। আয়ান (২৬), পিতা- আবুল কালাম, সাং-বারান্দিপাড়া ( মেঠোপুকুরপাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। হত্যাকাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”