র্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার সদর থানধীন এলাকা হতে ঢাকা জেলার সাভার থানার ‘ক্লুলেস ডাকাতি’ মামলার ডাকাত সরদার মোঃ সামিম হোসেন (৩৩) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী মোঃ সামিম হোসেন(৩৩), পিতা- আঃ ছোমেদ , সাং-নওপাড়া, থানা-ঝালকাঠি সদর , জেলা-ঝালকাঠি’সহ অন্যান্য আসামীরা গত ০৯/০৪/২২ তারিখে ভোর ০৩১৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন বড় বাজার ঘাটে অবস্থানকালীন সময় এমবি জাবালে নূর এন্টারপ্রাইজ (এম নং-১৫৮৬) নামক বালুবাহী বাল্কহেড এ সংঘবদ্ধভাবে ডাকাতি করে। ডাকাতির সময় ধারালো ছুরি, দা, বড় হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে বাল্কহেডের কর্মচারিদের আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুন্ঠন করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় বাল্কহেডের কর্মচারি মোঃ সিরাজুল ইসলাম (৩০) বাদী হয়ে ঢাকা জেলার সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। থানার দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত আসামীর উক্ত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং আসামী গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮ বরাবর একটি আধিযাচন পত্র প্রেরণ করেন। এমতাবস্থায়, সিপিএসসি কোম্পানী, র্যাব-৮ বরিশাল ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামী উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত