“পুলিশ সপ্তাহ ২০২৪” উপলক্ষে ২০২৩ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান অর্জন করায় পুলিশ মহাপরিদর্শক এর নিকট হতে পুরস্কার গ্রহণ করলেন অধিনায়ক, র্যাব-১৫, কক্সবাজার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। ‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র্যাব-১৫, কক্সবাজার এর দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসীগোষ্ঠি আরসা কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার কেন্দ্রিক হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সার্বক্ষনিক মনিটরিং’সহ র্যাব-১৫ শুরু থেকে আরসা’র সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।
বিগত ২০২৩ সালে র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যা নিম্নরুপ :
ক) বিদেশী অস্ত্র-১৩টি, দেশীয় তৈরী অস্ত্র-১৩০টি, গুলি/কার্তুজ-৫৭২ রাউন্ড, খালি খোসা-৫৯ রাউন্ড, বিস্ফোরক-৫১.৭৬ কেজি (১.৫ কেজি মার্কারি/পারুদসহ), ককটেল-২৮টি ও দেশীয় তৈরী বিভিন্ন ধরণের অস্ত্র (চাপাতি/খুর/রামদা/ছুরি/অন্যান্য)-৯৭টি উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্রধারী ৩৮ জন সন্ত্রাসী, ১৩৫ জন ছিনতাইকারী ও ডাকাত এবং ১৩ জন জলদস্যুসহ সর্বমোট ১৮৬ জন অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।
খ) মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা-৭৫,১৮,৩৭৯ পিস, আফিম-১৪.৮৪৫ কেজি, ক্রিস্টাল মেথ বা আইস-২৮.৭৯৫ কেজি, হেরোইন-১৪ গ্রাম, ফেনসিডিল-৯২৩ বোতল, গাঁজা-৪২৬.৩৫ কেজি, বিদেশী মদ-১,৬৯৭.৬২ লিটার, বিদেশী বিয়ার-১,৬২১.৮১ লিটার এবং দেশী মদ-২৮৫ লিটার উদ্ধার এবং সর্বমোট ৪১৭ জন মাদক কারবারী গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐদিন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।
‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ২০২৩ সালে সারা দেশে বিভিন্ন ক্যাটাগররীতে উল্লেখযোগ্য কৃতিত্বের মূল্যায়নে র্যাব-১৫, কক্সবাজার ‘ঘ’ গ্রুপে ‘অবৈধ আগ্নেয়াস্ত্র অভিযানে প্রথম স্থান’ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান’ এবং ‘ঙ’ গ্রুপে ‘অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান’ অধিকার হওয়ার গৌরব অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় পুলিশ সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী ইউনিট সমূহকে ট্রফি ও সাফল্য স্মারক প্রদান করেন। এ সময় র্যাব-১৫, কক্সবাজার এর পক্ষে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি ০৩টি ক্যাটাগরীতে (অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ন) প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এর নিকট হতে ট্রফি ও সাফল্য স্মারক গ্রহণ করেন।