র্যাব-৯ এর অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকসহ ০৩ জন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিলেট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৯৯ বোতল বিদেশী মদ এবং ৭০ বোতল বিয়ারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি কোম্পানি, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ এনামুল হক (২৬), সাং- মুদারগঞ্জ, থানা- বড়–য়া, জেলা- কুমিল্লা (বর্তমানে) সাং- শিববাড়ী মোমিনখোলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।
এছাড়া দিনের অপর আরেকটি অভিযানে র্যাব-৯, সিপিএসসি কোম্পানি, সিলেট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশী মদ এবং ৭০ বোতল বিয়ার উদ্ধার পূর্বক ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। মোঃ মিজান (৩০), সাং- রোস্তমপুর এবং ২। মোঃ কাবিল মিয়া (৩৪), সাং- পাঞ্জারাই, উভয় থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত