রাজধানীর বিমানবন্দর থানাধীন হজ্জক্যাম্প এলাকা হতে ভূয়া র্যাব পরিচয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ০১ জন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বেশধারী বিভিন্ন ধরণের প্রতারক চক্র গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, চোরাকারবারী, ডাকাতদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থ আত্মসাৎসহ নানাবিধ অপরাধ সংগঠিত করছে।
এই অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা নিজেদেরকে বিভিন্ন বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপন করে ভূয়া আইডি কার্ড বহন করে এবং ভূয়া ইউনিফর্ম/জ্যাকেট পরিধান করে সাধারণ মানুষদের প্রতারিত করে থাকে।
এ ধরনের অপরাধী দলের দ্বারা সাম্প্রতিক সময়ে প্রতারণার শিকার হয়েছে এমন একাধিক ভিকটিমের নিকট হতে অভিযোগ পাওয়া যায়। ফলশ্রুতিতে র্যাব বিষয়টির উপর গুরুত্বারোপ করতঃ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ০৯.১৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি, ঢাকার বিমানবন্দর থানাধীন হাজিক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া র্যাব পরিচয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিবাদী জীবন চৌধুরী (৪৮), পিতা-ইসলাম চৌধুরী, থানা-বলিগঞ্জ, জেলা-সিলেট’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন, ০১টি ভূয়া র্যাব পরিচয়পত্র এবং র্যাব জ্যাকেট উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত প্রতারক এর কাছে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্য প্রস্তুতকৃত বিভিন্ন প্রতারণামূলক তাবিজ পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার বিশেষ করে র্যাব পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষদেত ভয়-ভীতি প্রদর্শন করতঃ নিজেদের আধিপত্য বিস্তার করে আসছিল।
তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি উদ্ধার এবং চাকুরী দেওয়ার প্রলোভন দেখায় ও সাধারণ মানুষের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার সাথে দীর্ঘদিন ধরে জড়িত।
ধৃত আসামী র্যাব সদস্য পরিচয়ে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করেছে মর্মে জানায়।
গ্রেফতারকৃত আসামীদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত