নির্বাচনের দিনকন যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারসহ প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।
কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান, ৩জন ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।
মাহফিল,সভা,পুরুস্কার বিতরন এবং সনাতনী সম্প্রদায়ের মন্দির ভিত্তিক নানান অনুষ্ঠান বাদ দিচ্ছেন না প্রার্থীরা। উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে গনসংযোগসহ শুভেচ্ছা বিনিময়ে মাধ্যমে মিলিত হচ্ছে ভোটার দের মাঝে।
প্রত্যান্ত পাড়া মহল্লা,হাট বাজারে,জনবহুল স্থান সহ নানান এলাকায় যেসব প্রার্থীদের নাম লোক মুখে শোভা পাচ্ছেন। তারা হলেন,ঈদগাঁও উপ জেলা আওয়ামী লীগ সভাপতি,তৃণমূলের আস্থা ভাজন,দুঃসময়ের কর্মী,বিপদের বন্ধু ও সাবেক ছাত্রনেতা আবু তালেব,মক্কা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি শামশুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ,বিগত সদর উপজেলা পরিষদের চেয়ার ম্যান প্রার্থী শ্রমিক নেতা সেলিম আকবর,জেলা কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বাউকুল চাষে রাষ্ট্রপতির চিটিপ্রাপ্ত যুবক রহিম উল্লাহ।
তবে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২/১ জন এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করছে।সময় হলে তারাও মাঠে প্রচারনায় নামতে পারেন বলে ও এক সূত্রে জানা যায়।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণায় ব্যস্তমুখর হয়ে পড়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য,জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি ও ঈদগাঁও উপজেলা ছাত্র লীগ সাবেক সভাপতি,তারুণ্যের অহংকার আহমদ করিম সিকদার,ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ছোটন রাজা।
ঈদগাঁও বাজারসহ উপজেলার আওতাধীন নানা পাড়া গায়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের ব্যানার পোস্টার ও স্টিকারে নজর কাটছেন ভোটারদের মাঝে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনায় চলছে ভিন্ন আঙ্গিকে।
সব প্রার্থী নবগঠিত ঈদগাঁও উপজেলাকে স্মার্ট উপজেলা রূপান্তরের স্বপ্নে বিভোর হয়ে পড়েন।
এলাকাবাসীর দোয়া আর সমর্থনসহ সহযোগিতা চেয়েছেন তারা।
বর্তমান সময়ে চেয়ারম্যান পদে পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজ আবু তালেবের বিকল্প নেই বলে মন্তব্য করেন বৃহৎ এলাকার গ্রামীণ জনগণের সাধারণ মানুষরা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত