র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিল সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৭ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৬.২০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈদ্যনাথতলা গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫৯ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ৭,৭৭,০০০/-টাকা) সহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ১। ফৌরদোস মালিথা(৪২), পিতা-মোঃ লুৎফর মালিথা, সাং-চরদিয়াড়, ২। মোঃ সাজদার হোসেন (৪৩), পিতা-মৃত শাহাদত মালিথা, সাং-বৈদ্যনাথতলা এবং ৩। মোঃ বজলুর রহমান (৩৮), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-বৈদ্যনাথতলা উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, বদ্ধপরিকর।
তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত