মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত স্নেহা আক্তার (১৭) গণধ*র্ষন মামলায় দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল মিয়া @রাজিব (৪৫)’কে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৪ সিপিসি-০৩ মানিকগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত স্নেহা আক্তার (১৭) গণধর্ষন মামলায় দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল মিয়া @রাজিব (৪৫)’কে গ্রেফতারে তৎপর হয়ে অদ্য ইং ২৫/০২/ ২৪ তারিখ সময় অনুমান ২২.৪০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
ক. মোঃ আবুল মিয়া @রাজিব (৪৫), পিতা-গেদা ফকির,
সাং- ধল্লা উত্তর পাড়া, সিংগাইর, মানিকগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম স্নেহা আক্তার (১৭) সিংগাইর থানাধীন ধল্লা চর উলাইল সাকিনে বসবাস করতো। ভিকটিম ঢাকা জেলার হেমায়েতপুরে একটি গার্মেন্টেসে চাকুরী করে জীবিকা নির্বাহ করত। ভিকটিম প্রতিদিন তার বাড়ি থেকে গার্মেন্টেসে আসা যাওয়া করত। গার্মেন্টেসে আসা যাওয়ার পথে বিবাদী আবুল মিয়া (২৫) ভিকটিমকে প্রায় কুপ্রস্তাব দিত।
ভিকটিম তার কুপ্রস্তাবে সাড়া না দিলে বিবাদী আবুল মিয়া ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে গত ইং ২৭-০৫-২০০৩ তারিখ ২০.৩০ ঘটিকায় ভিকটিম গার্মেন্টস থেকে আসার পথে সিংগাইর থানাধীন ধল্লা বাজারে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদী ১। আবুল মিয়া (২৫), ২। মানিক (২৮), ৩। খালেক (৫০), ৪। কালাম (৫০) গণদ্বয় ভিকটিমকে মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে ধল্লা ইউনিয়নস্থ জনৈক ফজলু মিয়ার গাজিন্ধার চকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে সময় অনুমান ২১.০৫ ঘটিকায় উল্লেখিত বিবাদীরা দলবদ্ধভাবে গণধ*র্ষন করে । ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধারপূর্বক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ভোলা বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি গনধ*র্ষন মামলা দায়ের করেন। যাহার সিআর মামলা নং-৫৬৪/০৩ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৯ (৩)/৩০।
সূত্রোক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিবাদী ১। আবুল (২৫), ২। মানিক (২৮) অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ইং ১৪/০৫/১৭ তারিখ আসামী আবুল (২৫)’কে ৭ ধারায় ১৪ বছর এবং ৯(৩) ধারায় আবুল ও মানিককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।
সূত্রোক্ত মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের একটি চৌকশ আভিযানিক দল উক্ত আসামী মোঃ আবুল মিয়া @রাজিব (৪৫)’কে তৎপর হয়ে সোর্স নিয়োগ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ইং ২৫/০২/২০২৪ তারিখ সময় ২২.৪০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীর জীবন বৃত্তন্তঃ
আসামীকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় যে, আসামী ১৯৭৮ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ধল্লা সাকিনে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে আসামী বিবাহিত এবং বর্তমানে তার পরিবারে ০১ টি ছেলে এবং ০১ টি মেয়ে আছে।
আত্নগোপনে থাকাকালীন সময়ে আসামীর জীবনযাপনঃ মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম রাজীব ব্যবহার করে আত্নগোপনে থেকে কখনো দিনমজুর ও সবজী বিক্রি করে জীবিকা নির্বাহ করত।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।