কক্সবাজার সদর ও চকরিয়া থানাধীন বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত পাঁচজন আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৫/০২/২০২৪ তারিখ র্যাব-১৫, কক্সবাজার এর একাধিক আভিযানিক দল কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে পলাতক ও ওয়ারেন্টভুক্ত পাঁচজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী রিকন দে’কে কক্সবাজারের সদর থানাধীন চন্দ্রিমা মাঠ এলাকা, আবুল কাশেম’কে সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজার এলাকা, নাজেম উদ্দিন’কে চকরিয়া থানাধীন কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকা, মো. খোরশেদ ওরফে খুইশ্যা ডাকাত এবং আজিজুল হক আয়াতুল্লাহ’কে চকরিয়া থানাধীন কাহারিয়াঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিস্তারিত পরিচয় :
১) রিকন দে (২৮), পিতা-সুনীল দে, সাং-সাম্পান ঘাটপাড়া, খুরুশকুল, সদর, কক্সবাজার। গ্রেফতারকৃত রিকন দে শিশু অপহরণ সংক্রান্তে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং ৫১, প্রসেস নং ৩১৫৪/২১, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং-০৩) এর ৭ আইনে মামলা রয়েছে।
২) আবুল কাশেম (৩২), পিতা-শামসুল আলম, সাং-সিকদার বাজার, দক্ষিণ রুমালিয়ারছড়া, সদর, কক্সবাজার। গ্রেফতারকৃত আবুল কাশেম ডাকাতি প্রস্তুতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার জিআর নং ৪২, প্রসেস নং ৫১৫২/২৩, ধারা-৩৯৯/৪০২ মোতাবেক মামলা রয়েছে।
৩) নাজেম উদ্দিন (৪০), পিতা-দেলোয়ার হোসেন, সাং-পুলেরছড়া, ২নং ওয়ার্ড, কাকারা ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত নাজেম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে চকরিয়া থানার মামলা জিআর নং ৩২২/২৩, ধারা-৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড মোতাবেক মামলা রয়েছে।
মো. খোরশেদ ওরফে খুইশ্যা ডাকাত (৩৬), পিতা-মৃত নাজির হোসেন, সাং-কালামারছড়া (নয়াপাড়া), থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার। গ্রেফতারকৃত মো. খোরশেদ ওরফে খুইশ্যা ডাকাত মহেশখালীর কুখ্যাত ডাকাত দল জিয়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতো। সে ৩টি হত্যা মামলা এবং ২টি হত্যাচেষ্টা মামলাসহ কমপক্ষে ১২ মামলার এজাহারনামীয় আসামী। এছাড়াও সে মহেশখালীর চাঞ্চল্যকর আলাউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় দীর্ঘ ৩ বছর ধরে পলাতক ছিল।
৫) আজিজুল হক আয়াতুল্লাহ (৩৪), পিতা-ছাগির আহাং, সাং-কালামারছড়া (ফকিরজুম পাড়া), থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার। তার বিরুদ্ধে মহেষখালী থানার মামলা নং ১৫, তাং ১১/১২/২৮, ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত