ঈদগাঁওতে মাতৃমৃত্যু-শিশুমৃত্যু-বাল্যবিয়ে রোধে পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের হলরুমে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র উদ্দ্যোগে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা কমিটির সভা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরু হয় ।সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা হামিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উদ্বোধনী আলোচনা করেন হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার মাঠ সমন্বয়কারী মোঃ কামরুল হাসান। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, এএসআরএইচআর, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বাল্যবিয়ে আলোচনা করেন। রাখেন বক্তব্য আব্দুল্লাহ আল নোমান (উপ সহকারী কৃষি কর্মকর্তা),ঈদগাঁও,মোঃ নুরুল ইসলাম,(সুপার, শাহ সৈয়দীয়া দাখিল মাদ্রাসা) কালিরছড়া ঈদগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আবু তালেব ও নুরুল হুদা, নুরুল ইসলাম মুন্না (আনসার ভিডিপি কমান্ডার, ঈদগাঁও)।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রুমি আহমেদ।
প্রধান আলোচক বক্তব্যে,পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বিষয়ক, বাল্য বিয়ে বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপস্থিত বক্তারা নাগরিকদের সচেতন মূলক দায়িত্ব সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ে কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ন করার উৎসাহ প্রদান করেন করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত