সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক ৯৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ইং ২১ ফেব্রয়ারী ২০২৪ তারিখ রাত্রী ১৯.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-৯৫০ গ্রাম , মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি, মেমোরিকার্ড-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ বাবলু শাহ্ (৪৮), পিতা-মৃত আজগর শাহ্, সাং-হাসানপুর, থানা-বাগমারা, রাজশাহী ‘কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ভবানীগঞ্জ বাজারস্থ আলুপট্টির গলির ভিতর জনৈক মোঃ ফাইসাল আহমেদ @ শিমুল (৩৮) এর মুদি দোকানের সামনে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। পরবর্তীতে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগ তল্লাসী করে উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে বলে ও অকপটে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত