ঈদগাঁও প্রেসক্লাবের উদ্যোগে একুশ ফেব্রুয়ারী উদযাপন
একুশ মানে মাথা নত না করা। একুশ শিখিয়েছে অন্যায়, অবিচার ও অধিকারহীনতার বিরুদ্ধে প্রতিবাদী, প্রতিরোধী হতে। অমর একুশের চেতনা আজও অমলিন। সেদিন মৃত্যুঞ্জয়ী বাংলার তরুণরা মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে সাজত্ববোধের যে মশাল প্রজ্জ্বলিত করেছিলেন, সেই আলো দেশের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বর্তমানে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের সর্বত্র। মাতৃভাষার জন্য আত্মদানের এমন নজির বিশ্বে আর নেই। মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঈদগাঁও প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২১শে ফেব্রুয়ারী রাতে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক আলা উদ্দিন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউছার উদ্দিন শরীফ, নির্বাহী সদস্য আজিজুর রহমান রাজু।
আলোচকরা আরও বলেন, আধুনিক প্রজন্ম বেশিরভাগ ক্ষেত্রেই আজ ইংরেজি ছাড়া কথা বলে না। তাদের পড়াশোনার মাধ্যমও ইংরেজি হলে নিজেদের শ্রেষ্ঠ মনে করে। বাংলা ভাষার এ অবহেলার অবসান ঘটুক। ভাষার মাস ফেব্রুয়ারিতে এটাই আমাদের আকাঙ্ক্ষা।
বক্তারা বাংলাকে এ দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত