চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা বেগম কে জয়পুরহাটের পুরানাপৈল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-০৫।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধ*র্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০৩৩০ ঘটিকায় হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোসাঃ আমিনা বেগম (৪৫), স্বামী-মোঃ আবু রায়হান, সাং-দরগাপাড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯ টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খরের গাদায় খর খোলার সময় আবু তাহের নামের ব্যক্তিকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে। এ সময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করে এবং সে গুরুতর আহত হলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা অবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করায়। অবস্থার অবনতি হলে হোসেন কে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আবু তাহের ০৪ এপ্রিল পাঁচবিবি থানায় ০৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার শুনানি শেষে গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ নরুল ইসলাম ০৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে জরিমানা করে এ রায় ঘোষনা করেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র্যাব-৫, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০৩৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানার পুরানাপৈল এলাকা হতে আমিনাকে কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত