বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর অকাল মৃত্যু
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তাইসিন নিসা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ সদরে তার পরিবারের সাথে থাকতেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১:৩০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার সহপাঠীরা নিশ্চিত করেন।
পরিবারের দাবি, তাইসিন নিসার পূর্বেও ছোটখাটো কার্ডিয়াক এট্যাক জনিত সমস্যা ছিল। গতকাল সন্ধ্যায় বড়ধরনের কার্ডিয়াক এট্যাকে মৃত্যুবরন করেছেন।
নাম না জানানোর শর্তে সহপাঠীদের দাবি, পরীক্ষায় নকল করে বহিষ্কার হওয়ায় রবিবার (১৯ ফেব্রুয়ারি) অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করলে পরিবারের লোকজন ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে ওই শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
এ বিষয়ে বিভাগের সভাপতি নিয়াজ আল হাসান বলেন, এখন পর্যন্ত খবরটা আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি যা শুনলাম সেইটা হয়ত আমি শুনতে ভুল করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের রিসার্চ প্রজেক্ট থাকায় ছাত্র-ছাত্রীদের সুপারভাইজ করতে হয়। তাইসিন নিসা আমার সুপারভাইজ করা ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক ডেডিকেটেড এবং তার ক্যারিয়ার নিয়ে খুবই সচেতন একজন ছাত্রী ছিল। তার সাথে সম্পৃক্ত আরো অনেক ছোট ছোট স্মৃতিই মনে পড়ছে।
তিনি আরও বলেন, তাইসিন নিসার শারীরিক অসুস্থতাজনিত কারণে (কার্ডিয়াক এরেস্ট) তার এই প্রয়াণে আমরা ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স পরিবার গভীরভাবে শোকাহত।”