অনুমোদনহীন নকল পণ্য তৈরীর অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৩/০২/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা হইতে অদ্য ১৪/০২/২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত ০২:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮,৫০,০০০/- (আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ২। এ.কে.এস. ক্যাবল’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। নাজমা ফুড এন্ড বেভারেজ’কে নগদ-৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, ৪। এম.ভি. কর্পোরেশন এন্ড স্টিকস্’কে নগদ-৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা, ৫। হাসান কেমিক্যাল কোম্পানী’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৬। এস.টি.জেড. ট্রেডার্স’কে নগদ-৫০,০০০/-
(পঞ্চাশ হাজার) টাকা, ৭। এম.এফ. কেমিক্যাল এন্ড কোম্পানী’কে নগদ-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৮। পিউর কনজিউমার’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ৯। মিল্লাত মেনুফেকচারিং কোম্পানী’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করতঃ ধ্বংস করা হয়।