যশোরের অভয়নগর হতে গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যম জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাথীন ০৭ নং শুভরাড়া ইউনিয়ন এর ০৬ নং ওয়ার্ডের হিদিয়া (পুর্ব পাড়া) গ্রামের জনৈক মোঃ জামাল শেখ (২৮) এর বসতবাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ১২/০২/২০২৪ তারিখ দিবাগত রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির মালিক আসামী মোঃ জামাল শেখ (২৮), পিতা- মোঃ হালিম শেখ, সাং- হিদিয়া (পুর্ব পাড়া), থানা- অভয়নগর, জেলা- যশোরকে গ্রেফতার করে। পরবর্তীতে সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল শেখ (২৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এছাড়াও তার বিরুদ্ধে নড়াইল জেলার কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেন একটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত