কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে অসুস্থ হবার দু- ঘণ্টা পর মারা গেছেন বাবা। মঙ্গলবার দুপুরে উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে কাবিল মন্ডল (৭০) এবং কাবিল মন্ডলের ছেলে আবিদুল মন্ডল (৪৫)। জানা যায়, মঙ্গলবার সকালে আবিদুল মন্ডল তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তিতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা কাবিল মন্ডল অসুস্থ হয়ে পড়েন। এবং তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের মৃত্যু সংবাদ সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বাবা মারা গেছেন। ছেলে ও বাবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত