কৃতি সংবর্ধনা ও নবীণ বরণ করলেন ঈদগাঁওর জসিম উদ্দিন হোমিও মেডিকেল কলেজে
কক্সবাজারের ঈদগাঁওর এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কৃতি ডাক্তার সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বাসস্টেশনস্থ কলেজের নিজস্ব রুমে নবীন বরণের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কলেজ অধ্যক্ষ কাজী শওকতুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ রফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কলেজ প্রতিষ্টাতা সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি ডাঃ মোহাম্মদ আলম।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান সিনহা, প্রভাষক ডাঃ তোজাম্মেল হক, ডাঃ খুরশেদ আলম, ডাঃ মোঃ সাবের, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ শিহাব উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ সঞ্জিৎ দাস। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেন আমন্ত্রিত অতিথি ও অত্র কলেজের শিক্ষকবৃন্দরা।
বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের উপর অর্জিত জ্ঞানের দ্বারা এদেশের সাধারন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।
ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী বলেন, আমাদের গন্তব্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।