চাঁপাইনবাবগঞ্জে যানবাহনে চাঁদাবাজীর সময় তিনজন গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা এলাকা থেকে পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ ও পন্যবাহি অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন সময় নগদ টাকাসহ ০৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ।
আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার আমনুরা সংলগ্ন জনসাধারণের চলাচলের প্রধান সড়কে পন্যবাহি ট্রাক, সবজির পিকআপ ও পণ্যবাহী অটো রিক্সা হতে স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি অভিযানিক দল ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১৩০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত আমনুরা সংলগ্ন যানবাহন চলাচলের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত রফিকুল, নবাব আলী এবং শ্রী সুপদ কে আটক করে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৩:০০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত আমনুরা সংলগ্ন যানবাহন চলাচলের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ ও পন্যবাহি অটোরিকশার গতিরোধ করে চাঁদা আদায় করার অপরাধে ১। মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত মন্তাজ আলী, মাতা-মৃত জবেদা খাতুন, ২। মোঃ নবাব আলী (৪০), পিতা-মৃত শামছুল হক, মাতা-মৃত জুলেখা খাতুন, ৩। শ্রী সুপদ বর্মন (৪৫), পিতা-শ্রী অনিল বর্মন, মাতা-শ্রী জোৎনা বর্মন, সাং-আমনুরা ঝিলিম বাজার, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত