রাউজান উপজেলার চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৪ ও বিদ্যাল য়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোফাচ্ছেল হকের সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী, মোদাচ্ছের হায়দার মেম্বার, আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক অমল কান্তি চৌধুরী, কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম, তানুপমা দাশ, সুজন দে, জুই দে, তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন, যুবলীগ নেতা জাহেদুল আলম, আকতার হোসেন, নুর নবী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের মধ্যে ছিল ছেলেদের ৩০০ মিটার দৌড়, মেয়েদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, চকলেট দৌড়, বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা।্যালয়কে মডেল প্রকল্পভুক্তকরণ পরবর্তী সরকারি করণ এবং খেলার মাঠে দৃষ্টিনন্দন গ্যালারী নির্মাণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতার স্মারক স্বরুপ এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়কে সংবর্ধনা ও বিদ্যায়য়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, মাওলানা জসিম উদ্দিন, শওকত আরা জেসমিন, মোশারফ হোসেন চৌধুরী, সুচরিত চৌধুরী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত