র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকার মাদক স্পট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক ক্রয়-বিক্রয় সহ সেবনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের নিকট হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
০৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাধীন নুনগোলা (কেডিসি পাড়া) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আসাদুল ইসলাম (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ মাজিনুর বেগম, সাং-মাখতাপুর, ২। মোঃ মিঠুন আলী (৩০), পিতা-মোঃ আয়নাল হক, মাতা-মোছাঃ মিনু আরা খাতুন, সাং-দশিমনি কাঠাল, ৩। নুর মোহাম্মদ (১৯), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা-নুর নাহার বেগম, সাং-প্রসাদপুর,
মোঃ আক্তারুল ইসলাম (৩০), পিতা-মৃত সাইফুদ্দিন, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-সন্তোষপুর বাঙ্গাবাড়ী, ৫। মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মৃত জজিম, মাতা-মৃত ফিকি বেগম, সাং-বাঙ্গাবাড়ী, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ র্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত