প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
ঈদগাঁওতে থ্যালাসেমিয়া রোগীদের সচেতনতা ও চিকিৎসক বিষয়ক সেমিনার
ঈদগাঁওতে থ্যালাসেমিয়া রোগীদের সচেতনতা ও চিকিৎসক বিষয়ক সেমিনার
কক্সবাজারের ঈদগাঁওতে থ্যালাসেমিয়া রোগী দের নিয়ে সচেতনতা,চিকিৎসা বিষয়ক সেমিনার করল প্রফেসর ডা: জাহাঙ্গীর আলম। ৪ই ফ্রেরুয়ারী বিকেলে ঈদগাঁও বাস স্টেশনস্থ নিরাময় হোমিও ক্লিনিকে এক সেমিনার সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকেই রক্ত শূন্যতা রোগীরা উপস্থিত হন। ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ব্যবস্থাপনায় এই সেমিনারে থ্যালাসেমিয়া বিষয়ক আলোচনা করেন, কক্সবাজার সরকারি কলেজের লেকচারারও হোমিও চিকিৎসক জাহাঙ্গীর আলম। এতে অংশ নেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর। সেমিনারে ডাক্তার জাহাঙ্গীর আলম বলেছেন, থ্যালাসেমিয়া কোন ছোঁয়াচে রোগ নয়। একটু সচেতন হলেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। বিয়ের আগে পাত্র-পাত্রী বা সন্তান নেওয়ার আগেই স্বামী স্ত্রী থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে কেবল সন্তানের থ্যালাসেমিয়া রোগ হওয়ার আশঙ্কা থাকে। একজন বাহক,অথবা অপরজন সুস্থ হলে সন্তানের কোন সমস্যা হবে না। তিনি আরো জানান, অধিক লৌহযুক্ত খাবার পরিহার করে,কম লৌহযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে। উল্লেখ্য যে,হোমিওপ্যাথিক চিকিৎসক জাহাঙ্গীর আলম মাত্র চার মাসের ব্যবধানে কঠিন ও জটিল রোগের প্রায় ৫শ রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। তন্মধ্যে প্রায় রোগী সুস্থ হয়ে উঠে ছেন বলেও জানান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত