জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মাঝিয়াস্থ এলাকা থেকে ট্যাপান্টাডল সহ ০১ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানিয়েছে, র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ৩১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ১৪৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মাঝিয়াস্থ এলাকা হতে ৩০২ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ আনিছুর ইসলাম, সাং-মাাঝিয়াস্থ, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আরিফুল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ৩১-১-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মাঝিয়াস্থ এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত