কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব জানিয়েছে, র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় টেকনাফ মডেল থানার মামলা নং-৪৩(০৫)১৯, ধারা-১৯এ/১৯(এফ), অস্ত্র আইন ১৮৭৮ এবং টেকনাফ মডেল থানার মামলা নং-৪৪, তারিখ-১১/০৫/২০১৯, ধারা-৩৬(০১) সারণীর ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রবিউল আলম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি ২০২৪ অনুমান ১৭.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে রবিউল আলাম (৩৫), পিতা-মোঃ ইউসুফ প্রকাশ ফুলা ইউসুফ, সাং-দক্ষিণ নজিরপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত