মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত : ১জন গুরুতর আহত।
সেলিম বাবু প্রতিনিধিঃ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডি'র অফিস সহায়ক মোজাম্মেল হক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক আব্দুল আলিম। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি পেশায় মেহেরপুর এলজিইডি’র অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। এবং আহত রিকশাচালক আব্দুল আলিম মেহেরপুর শহরের বোষপাড়ার মৃত জসীম উদ্দীনের ছেলে।
জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত একটি লাটা-হাম্বা বাঁশের গুড়ি বোঝাই করে শহরের হোটেল বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে বড় বাজারের দিকে যাচ্ছিল। মেহেরপুর পৌরসভার সামনে স্পিড ব্রেকার পার হওয়ার সময় লাটা হাম্বার একটি চাকা খুলে গেলে লাটা হাম্বাটি উল্টে যায়। এসময় বিপরীতগামী মোটরসাইকেল চালক মোজাম্মেল হক এবং রিকশাচালক আব্দুল আলিম লাটা হাম্বায় বহন করা বাঁশের গুড়ির নিচে চাপা পড়ে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে বাঁশের গুড়ি সরিয়ে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। আব্দুল আলীম গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, মেহেরপুর পৌরসভার সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জন নিহত এবং একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত