ঈদগাঁও থেকে বিশ্ব এজতেমায় রওনা দিলেন দেড় হাজার মুসল্লী....
এম.আবু হেনা সাগর, ঈদগাঁও
টঙ্গীর তুরাগ নদীর পার্শ্ববর্তী স্থানে অবস্থিত এবার বিশ্ব এজতেমায় কক্সবাজারের ঈদগাঁও থেকে দেড় হাজারেরও অধিক মুসল্লী ঢাকামুখী যাত্রা করেন।
জানা যায়,নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পোকখালী,ইসলামাবাদ,ইসলামপুর,
জালালাবাদসহ ঈদগাঁও ইউনিয়ন ছাড়াও পাশ্ব বর্তি ঈদগড়,বাইশারী এবং খুটাখালী ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি এবারের ইজতেমায় যোগ দিচ্ছেন। আগামী ২ থেকে ৪ ফেব্রয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী দেশের বৃহৎ ইজতেমায় শরীক হতে ৩১ জানুয়ারী আছরের পর থেকে ঈদগাঁও বাস স্টেশন থেকে যাত্রা শুরু করেন বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চল থেকে আসা মুসল্লি সমাজ।
আরো জানা যায়, এবার ঢাকামুখী হন ঈদগাঁও স্টেশন থেকে ৭ টি,কলেজ গেইট থেকে ১টি, পোকখালী থেকে ৪টি,খোদাইবাড়ী থেকে ৩টি, নাপিতখালী বটতল থেকে ২টি ও খুটাখালী থেকে ১টিসহ ১৮টি বাসযোগে মুসল্লিরা রওনা দিয়েছেন। এবার ইজতেমায় যেতে পেরে তরুণ-যুবক ও বয়োবৃদ্ধরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
দেখা যায়,বুধবার সন্ধায় ঈদগাঁও বাস স্টেশনে ঢাকা ইজতেমামুখী পরিবহনের দীর্ঘলাইন। এসব গাড়িতে ঈদগাঁও দরগাহ গ্ইেটস্থ মারকাজ মসজিদে অবস্থানরত মুসল্লিরা প্রয়োজনীয় কাপড় ছোপড়সহ কাঁধে নিয়ে সারিবদ্ধভাবে উঠছেন।
ছাত্রনেতা ইরফানুল করিম এজতেমামুখী সকল মুসল্লীদেরকে স্বাগত জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন। ঈদগাঁও মার্কাস মসজিদের মুতোয়াল্লী মুরুব্বী আবদু সালাম ও তাবলীগের দায়িত্বশীল জাহেদ জানান, এ বছর ঈদগাঁওয়ের মার্কাস মসজিদের পক্ষে দেড় হাজার লোকজন বিশ্ব এজতেমায় শরীক হচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত