পাবনায় পরিত্যক্ত ওয়ান শুটারগান উদ্ধার
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
এরই ধারাবাহকিতায় মোঃ মারুফ হোসন পিপিএম অধনিায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিকনির্দেশনায় গত ৩১/০১/২০২৪ তারখি রাত ২৩.৫০ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতশোমুল হক খান নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানীর একটি চৌকষ আভিযানকি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন কৈজুরি শ্রীপুর সাকনিস্থ আতাইকুলা দেবোত্তর গামী রাস্তার উত্তর দিকে কৈজুরি গোরস্থানরে র্পূব পাশে জৈনক হাসান খাঁ এর জমতিে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি-ওয়ান শুটারগান উদ্ধার করে।
উদ্ধারকৃত আগ্নোয়াস্ত্র পাবনা জলোর আতাইকুলা থানায় আইনানুগ কার্যক্রমের জন্য সাধারন ডাইরী মূলে হস্তান্তর করা হয়।